কবিতা - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

কবিতা

বন্য নাকি অন্য

মিতুল আহমেদ



সেদিন স্বপ্ন দেখিয়েছি ভালোবাসবো।
মিষ্টি করে বলেছিলাম ও হাত ধরে রাখবো।

প্রেম আলাপে ছন্দ করে 
বলেছিলাম তোমার কানে
রাখবো ধরে তোমার সম্মান 
এই কথাতেই করেছিলাম প্রেমের শুধা পান!

রাখতে আমি পারিনি আমার কথার মান
এই সমাজে তাই হয়েছে চরিত্র তোমার ম্লান।
দোষটা ছিল আমারই!
তবু বুক ফুলিয়েই চলি।

কথার খেলায় রসের আভায়
বলেছিলাম আসতে তোমায়
এসো তুমি অভিসারে!

সে দিনের এ আমন্ত্রণ
হারিয়ে ছিল দু'জনের নিয়ন্ত্রণ
গেছিলো সেদিন তোমার যা ছিল মান
এ সমাজের কাছে বাহবা পাবো আমি
বাড়বে আমার সম্মান! 

নারী তোমায় কালে কালে করেছে হেয়
আমারই মতো কিছু নিচু প্রাণ।
তবু এই সমাজে বাড়ছে পুরুষের সম্মান।


No comments:

Post a Comment