Song/গান - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

Song/গান

গান


মিতুল আহমেদ


আমার মনের দুঃখ মনে রেখে যাচ্ছি করে বাস
বুঝলনারে কেউ আমারে কেমনে নিবো শ্বাস
এখন আমি দেখি শুধুই আমার সর্বনাশ (।।)


সবাই দেখে সুখি আমি 
আমার ভিতর পুড়ে লাশ
মনের দুঃখ মনে রেখে যাচ্ছি করে বাস (।।)


হতাম যদি রোবট আমি
থাকতো না মোর আশ
মনের দুঃখ মনে রেখে যাচ্ছি করে বাস (।।)



No comments:

Post a Comment