গান
মিতুল আহমেদ
আমার মনের দুঃখ মনে রেখে যাচ্ছি করে বাস
বুঝলনারে কেউ আমারে কেমনে নিবো শ্বাস
এখন আমি দেখি শুধুই আমার সর্বনাশ (।।)
সবাই দেখে সুখি আমি
আমার ভিতর পুড়ে লাশ
মনের দুঃখ মনে রেখে যাচ্ছি করে বাস (।।)
হতাম যদি রোবট আমি
থাকতো না মোর আশ
মনের দুঃখ মনে রেখে যাচ্ছি করে বাস (।।)
No comments:
Post a Comment