নিবেদন - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

নিবেদন

নিবেদন

            মিতুল আহমেদ


কাব্য কি গাঁথা যায়? 
কাব্য তো কথা হয়
কাব্য গাঁথায় মনের খাতায়
৫লাইন লিখতে যে চায়!!

সময় হবে পড়বে বলে?
কাব্য করে বলবে বলে!!
ও মুখের আবৃত্তি যেন বৃষ্টি মালা!!
রিমঝিম শব্দে মন করে উতলা!!

বলবো তোমায় কাব্য ধারায়?
মনের কথা করে ছন্দময়!!
শুনতে যদি না চাও
একটি বার বিদায় দাও!


No comments:

Post a Comment