কবিতা - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

কবিতা


মনের_কথা


মিতুল_আহমেদ 


সাহিত্য রস নিতে এসে হচ্ছে হিংসা সৃষ্টি

সবাই মিলে এই গ্রুপে ছড়ায় রসের বৃষ্টি
অমৃত রস না থেকে যদি থাকে গরল
বুঝতে হবে এখানে নয় কেউই সরল!!

হিংসার দহনে পুড়ছে মনের পরিবেশ 
হিংসা যদি মনে থাকে হবে না তা শেষ
হিংসা ভুলে যদি নাও আপন করার রেশ
বেলা শেষে দেখবে সবাই রয়েছে বেশ!!

যদি থাকে হিংসা আর রেশারেশি
থাকবে না আর ভালোবাসাবাসি
হিংসা ভুলে থাকি সবাই পাশাপাশি!!


No comments:

Post a Comment