কবিতা - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

কবিতা


গুরু_শিষ্য 


মিতুল_আহমেদ



মনের কোনে প্রেম জমেছে

তাইতো খেলায় মন মজেছে
খেলবি খেলা আমার সনে?

মনের মাঝে ইচ্ছে আছে
শিখবো খেলা তোমার কাছে
খেলা করতে আমার মানা
তোমার মতো গুরু হলে
খেলা যেতো জানা!!

গুরু আসন দিলাম তোমায়
আমি শিষ্য হলাম সেথায়
খেলার নিয়ম নাহি জানি
তবু আমি তোমায় মানি!!

কতো মজা প্রেমের খেলায়
খেলা খেলতে চমৎকার
তোমার কথা আছে গুরু 
মনের মাঝে স্মরনে যার!!


No comments:

Post a Comment