কবিতা - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

কবিতা

আলসে খোকা

মিতুল আহমেদ


বড় বড় কথায় পাকা
কাজে আছে আলসে খোকা
কাজের কথায় বলে যে সে
করবো নাকি একা?
এই কথাতেই বুঝতে হবে 
কতোটা সে বোকা!
গল্প করতে চাই যে খোকা
পারে না সে থাকতে একা!
চালচলনে গুরু গম্ভির
যায় যে তাঁরে দেখা
সাস্থ্য যে তার বেশই ভালো
লোকটা যে সে ব্যাকা!


No comments:

Post a Comment