নীল কথা - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

নীল কথা

নীল কথা

                মিতুল আহমেদ


নীল জানি রঙ হয়
কথা কি নীল হয়?
বিষের রঙটা নীল জানি
কথার রঙটা কি?
প্রেমের রঙটা গোলাপী
প্রকৃতির হয় সবুজ
কথার রঙটা কি?
তাই জানতে মনটা অবুঝ
যদি হই মধুর আলাপী
তাহলে কথা হবে গোলাপী
যদি তাতে থাকে আবেগের ছোঁয়া
তাহলে কথা হয় গেরুয়া
যদি থাকে হতাশা আর গ্লানী
তবে কথার রঙটা হবে বেগুণী
যদি থাকে রাগ আর বুঝ
তবে কথার রঙটা হবে সবুজ
যদি হয় হিংসা ভরা দিল
তবে কথার রঙটা হবে নীল
যদি তোমার থাকে মায়া দয়া
তবে কথার রঙটা হবে হলুদিয়া
ভেবে বলো তুমি হবে কোনটা
নীল, কালো, হলুদ, নকি সাদা !!





No comments:

Post a Comment