আয়ুর সর্বনাশ - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

আয়ুর সর্বনাশ

আয়ুর সর্বনাশ

                মিতুল আহমেদ 


দেহের যত্ন করেই গেল তোর বারো মাস
খুজলিনে তোর মনে এতো কিসের আশ?
আস্তে আস্তে হচ্ছে যে তোর আয়ুর সর্বনাশ (৷৷)

দেহের যত্নে লাগাসরে তুই কতো রকম ক্রিম
খুজলিনে তুই একবারো তোর মনের রতী ভিম!
দেহটা তোর কতো রঙ্গিন মনে করে হাসফাস৷
আস্তে আস্তে হচ্ছে যে তোর আয়ুর সর্বনাশ (৷৷)

দেহের জন্য কিনলি রে তুই কতো খাদ্য পোশাক
খুজলিনে তোর মনের ক্ষুধার কি খোরাক!
ভাবলিনে তুই মনটা কি তোর বাঁচবে খেয়ে ঘাস৷
আস্তে আস্তে হচ্ছে যে তোর আয়ুর সর্বনাশ (৷৷)
 
অতঃপর কবিতা

No comments:

Post a Comment