কাগজ
মিতুল আহমেদ
সাদা কাগজ দেখেছো?
যার সবটাই উন্মুক্ত থাকে!
যাঁর যা ইচ্ছে আঁকে,
মনের কোনে যে ভাব থাকে ৷
দেখেছো কী রঙ্গীন কাগজ?
যার জীবনটা নয়তো সহজ!
নিজেকে করে খন্ডিত,
সাঁজিয়ে তোলে অনুষ্ঠান যত ৷
একটা অনুরোধ, যদি পারো ৷
নিজেকে কাগজের মতো তৈরি করো ৷
যার ব্যাথা আছে, তবু স্বপ্ন!
তবু অন্যের স্বপ্ন করে পূরণ,
নিজেকে দিয়ে বিসর্জন ৷
No comments:
Post a Comment