নববর্ষ
মিতুল আহমেদ
বাংলায় ফিরেছে নববর্ষ আবার,
সবার মনে আজ খুশির জোয়ার!
বৈশাখের প্রথম দিন,
বাঙ্গালির মন তাই খুব রঙ্গীন ৷
নববর্ষের এই দিনে,ধর্ম-বর্ণ নির্বিশেষে
বৈষম্য ভোলাতে বৈশাখ আসে ৷
বৈশাখ মানে আনন্দ, প্রাণের অনুষ্ঠান,
সকাল বেলায় যদি পান্তা ইলিশ খান ৷
No comments:
Post a Comment