নববর্ষ - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

নববর্ষ

 নববর্ষ

                   মিতুল আহমেদ


বাংলায় ফিরেছে নববর্ষ আবার, 
সবার মনে আজ খুশির জোয়ার!

বৈশাখের প্রথম দিন, 
বাঙ্গালির মন তাই খুব রঙ্গীন ৷
নববর্ষের এই দিনে,ধর্ম-বর্ণ নির্বিশেষে 
বৈষম্য ভোলাতে বৈশাখ আসে ৷ 
বৈশাখ মানে আনন্দ, প্রাণের অনুষ্ঠান, 
সকাল বেলায় যদি পান্তা ইলিশ খান ৷

No comments:

Post a Comment