শব-ই-বরাত - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

শব-ই-বরাত

শবে-বরাত 

মিতুল_আহমেদ


এসেছে মহিমান্বিত একটি রাত,
মুমিনের আশার শবেবরাত ৷
কুরআন পাঠ আর জিকির করে,
আল্লাহর কাছে চাই সাহায্য ওরে ৷

এই রাতে, প্রভুর সান্বিধ্য পেতে,
ছোট-বড় সকলে যায় মসজিদে
রাতভর নামাজে হয় প্রভুর স্মরণ
এমন মহান রাতে হয় যেন গো মরণ ৷

সারাদিন মজার খাবার করবো বিনিময়,
প্রতিবেশির সাথে হয় যেন পারস্পারিক বিনয় ৷
আল্লাহর কাছে বলবো সবাই,
তোমার কাছেই আশ্রয় চাই ৷

No comments:

Post a Comment