জীবনের গঠন
মিতুল আহমেদ
সবচেয়ে দামি কোন সে জল?
চোখ থেকে ঝরা অশ্রু স্বজল!
আল্লাহর কাছে বলে যে চোখ
চাই না দেখতে সে দোজখ ৷
জল সে তো বহুরুপী হয়,
সব রংই জল রং জানি কয় ৷
ভালো-মন্দ জল সবই প্রয়োজনীয়,
বন্ধু যেমনই হোক মঙ্গল জানীয় ৷
জীবন গড়ো না বহুরূপী জলের মতন,
জীবন হয় যেন, চোখের অশ্রু যেমন ৷
কাগজ যেমন দিয়ে যায় নিজেকে বিসর্জন ৷
জল কিংবা কাগজ হতে হবে তেমন ৷
No comments:
Post a Comment