প্রভুর ছাঁয়ায় - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

প্রভুর ছাঁয়ায়

প্রভুর ছাঁয়ায় 

                         মিতুল আহমেদ


আজান শুনেই মনে হয়,
মুয়াজ্জিন বুঝি ডাকছে আমায় ৷
এসো প্রভুর রহমতের ছাঁয়ায়,
চলো সবাই মিলে মসজিদে যায় ৷

অজুর পানি যখন শরীরে লাগায়,
অন্তরে যেন মোর হাওয়া বয়ে যায় ৷
এই বুঝি এলাম আমি প্রভুর ছাঁয়ায়,
চলো সবাই মিলে মসজিদে যায় ৷

নামাজে যখন আমি দাঁড়ায়,
প্রশান্তি মনে মনে অনুভুত হয় ৷
মনে হয় এসেছি প্রভুর ছাঁয়ায়,
চলো সবাই মিলে মসজিদে যায়

No comments:

Post a Comment