শবে-বরাত - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

শবে-বরাত



শবে-বরাত

   মিতুল আহমেদ


এসেছে মহিমান্বিত একটি রাত,
মুমিনের আশার শবেবরাত৷
কুরআন পাঠ আর জিকির করে,
আল্লাহর কাছে চাই সাহায্য ওরে

এই রাতে, প্রভুর সান্বিধ্য  পেতে,
ছোট-বড় সকলে যায় মসজিদে
রাতভর নামাজে হয় প্রভুর স্মরণ
এমন মহান রাতে হয় যেন গো মরণ

সারাদনি মজার খাবার করবো বনিমিয়,
প্রতিবেশির সাথে হয় যেন পারস্পারিক বিনয়
আল্লাহর কাছে বলবো সবাই,
তোমার কাছেই আশ্রয় চাই


No comments:

Post a Comment