ইদ এলো
মিতুল আহমেদ
রমজানের শেষে উঠলো ইদের চাঁদ,
ধর্ম-বর্ণ ভুলে সবাই আনন্দেতে মাত!
বছর ঘুরে এলো ইদ ঘুচাতে ব্যবধান,
ধনী গরিব সব মেহমান আনরে ডেকে আন।
রমজানের ঐ মাসে যা বিলিয়ে ছিলি,
ইদের দিনের আনন্দেতে তাই ফিরে পারি!
ত্যাগের শেষে আনন্দ করলে ভাগাভাগী,
তোর আত্মা হবে শুদ্ধ মন অনুরাগী!
ইদের খুশিতে সবাই সমান,
সবাই মিলে চলো ইদের ই গান গাই!
ইদ মোবারক বলে আমন্ত্রণ জানাই,
দীনদুঃখীর মুখে ফুটবে আজ হাসি,
সেই হাসির সুবাস সকলে ভালোবাসি!
ইদ মোবারক বলি আজ অন্তর থেকে,
হিংসা বিদ্বেষ সব সরিয়ে রেখে!
No comments:
Post a Comment