শুভ সকাল - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

শুভ সকাল

জীবনের নতুন রঙ নিয়ে এলো শীত সকলের মনে আজ নতুন সুরের গীত। সুখ আর বেদনায় হলো একাকার, কাটুক ভালো এই সকালটা সবার। শুভ সকাল মিতুল আহমেদ
 

No comments:

Post a Comment