দিশেহারা - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

দিশেহারা

দিশেহারা

        মিতুল আহমেদ

এখনি লাগলো ভালো, এখনি ভীষণ কালো! কি চাই মনটা আমার? সেটা জানা হয়নি আর। এটা, ওটা, চাই যে গুণে, রান্না পোড়াবে না যে নুনে! ভীষণ পাকা খাওয়া দাওয়ায়, চঞ্চলতা থাকবে তার প্রেমে। খুব সচেতন সাস্থ্য নিয়ে, রোজ উঠবে ফজর হলে। নামাজ আদায় করবে সাথে, করবে শরীর চর্চা নিয়ম মেনে। আমায় ছাড়া থাকবে না সে! একা রাতে ঘরে শুয়ে, রাগ অভিমান সবই হবে, সব ভুলে ভালোবাসবে। আছে কি ভাই এমন মেয়ে? সবই কেবল সত্ত্বা ছাড়া! এসবেই হচ্ছি আমি দিশেহারা।
অতঃপর কবিতা

 

No comments:

Post a Comment