নারী দিবস
মিতুল আহমেদ
তোমরা যে, নারী দিবস পালন করো!
কিসের তরে এমন দিবস সে কথা কি জানো?
কেন জানি না, তোমরা দিবস পালন করো?
সবেতেই নারীর অগ্রাধিকার কিসের জন্য লড়ো?
ভারি ভারি মেকাপ করো, নানান রঙের শাড়ি পরো।
ঘর ছেড়ে আজ বাইরে কেন, মিটিং মিছিল করো?
কেন জানি না, তোমরা দিবস পালন করো?
দিবসের নামে নিজের সম্মান, করো না কলুষিত।
কিসের নেশায় ছুটছো তুমি, দিক-বিদিক এতো?
হে নারী,
অধিকার নিতে জ্ঞানার্জন করো!
পড়াশোনা করো, সচেতন করো!
কেন জানি না, তোমরা দিবস পালন করো?
হে নারী,
ছেড়ে এসো না তোমার ঘর।
যতুই ডাকুক, আছে যতো বরবর!
যদি বুঝে নাও নিজের অধিকার,
থাকবে সবার মাথার উপর।
No comments:
Post a Comment