ঈদ এলো - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

ঈদ এলো

ঈদ এলো 

            মিতুল আহমেদ

ঈদের খুশি আবার এলো আনন্দ ভাগ করতে চলো। ঈদ মানে ভেদাভেদ নয়, মনের মাঝে ভালোবাসা বয়, করতে ভাগ সেই আনন্দ ধরায় আবার ঈদ এলো । ঈদ মোবারক ঈদ মোবারক সবাই মিলে বার বার বলো।
 
অতঃপর কবিতা

 

No comments:

Post a Comment