সরলী করণ - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

সরলী করণ

 সরলী করণ

মিতুল আহমেদ


শহরটা ভীষণ ফাঁকা!
আকাশে ওড়া পাখি,
দেখেছো কি কখনো একা?

কখনো দেখেছো?
অসহায় মানুষ,আহাজারীর মৃত্যু,
আর স্বপ্ন ভাঙ্গা আর্তনাদ।

শহরটা আজ ভীষণ ফাঁকা!
চিন্তার রং জানো,
দেখেছো কি তাতে কতো ছবি আঁকা?

কখনো দেখেছো?
ঝরে যাওয়া ফুল, শুকনো পাতা,
নীল আকাশ দেখার আকাঙ্খা।

শহরটা আজ ভীষণ ফাঁকা!
সুপ্ত আগ্নিওগীরিকে জানো,
দেখেছো কি তাতে ধ্বংস হওয়া হৃদয়?

কখনো দেখেছো?
অশ্রু ভেজা চোখ, নির্বাক মুখ,
আকাঙ্খা তীব্র ভোগের সুখ।

সরলী করণ

 

No comments:

Post a Comment