মানুষ ভালোবাসি - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

মানুষ ভালোবাসি

 মানুষ ভালোবাসি

            মিতুল আহমেদ


মনের কাছে, দেহের পাশে
কৃত্রিম হাসি, সবাই হাসে।
জানি সবাই আছে দুঃখে,
দাঁত কেলিয়ে দেখায়!
আছি কতো সুখে।

সবাই কন্তিু সবই জানে!
সংসার নামের নদীর উজানে,
তবু! আশার ভেলায় ভাসে।
মনের কাছে, দেহের পাশে
কৃত্রিম হসি, সবাই হাসে।

দুঃখকে আড়াল নয়,
করতে হবে জয়!
সুখ আবার আসবে ফিরে,
আপন প্রচেষ্টায়।

হাসবে না কেউ কৃত্রিম হাসি,
বলবে সবাই মানুষ ভালোবাসি।

অতঃপর কবিতা

 

No comments:

Post a Comment