নিজেকে নিয়ে - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

নিজেকে নিয়ে

সবাই বিচিত্র! তাঁর মধ্যে আমি অন্যতম! সবাই খেয়ালী! তাঁর মধ্যে আমি অন্যতম! সবাই নিজের মতো! তাঁর মধ্যে আমি অন্যরকম! কথাগুলো কি সত্য মনে হয় আপনার? যদি আপনার উত্তর হয় হ্যাঁ তবে বিস্তারিত জানান। 
আর যদি আপনার উত্তর হয় না। 
তাহলে আপনি স্বার্থপর মানুষ।
 
সিরিয়াসলি নেবেন না।
 
নিজেকে নিয়ে
মিতুল আহমেদ 

No comments:

Post a Comment