তোমার অপেক্ষায় মিতুল আহমেদ জীবনের পথ ধরে, ভালো লাগা না ছুঁয়ে। আজও আছি তোমার অপেক্ষায়! তুমি কি আছো? সে পথের প্রান্তে, যে পথ বিশ্বাসে পাড়ি দেয়া যায়। দুজনের মনোভাবে, জীবন জুড়াবে শেষে! রয়ে যাবো যদি অমর হওয়া যায়।
No comments:
Post a Comment