তুমি ডেকেছো বলে! - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

তুমি ডেকেছো বলে!

তুমি ডেকেছো বলে!

মিতুল আহমেদ 

 

তুমি ডেকেছো বলে! ফুল কুড়ানোর চেষ্টা টা! জানি না কি কুড়াবো? ফুল! নাকি বেল পাতা। তুমি ডেকেছো বলে! ফুল কুড়ানোর অভ্যাস পেলাম, পেলাম গাঁথার ছন্দ, মালা খানি হাতে তুলে নিলাম, বলো আমায় কিছু ভালো-মন্দ!

 

অতঃপর কবিতা

No comments:

Post a Comment