মুগ্ধ তোমাতে - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

মুগ্ধ তোমাতে

মুগ্ধ তোমাতে

            মিতুল আহমেদ

জীবনের এই পর্যায়ে, তোমার সহযোগিতা পেয়ে। আমি হয়েছি যে ধন্য, তুমি সত্যি,সত্যিই অনন্য। তোমার মতই মন আছে যার, আমি খুজে ফিরি বারংবার। তোমার মত রূপ আছে যার, খুঁজেছি ওই রূপের আঁধার। আমি বার বার বলতে চায়, ভালোবাসি, ভালোবাসি তোমায়।
অতঃপর কবিতা

 

No comments:

Post a Comment