বৃষ্টি বিলাস - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

বৃষ্টি বিলাস

বৃষ্টি বিলাস                 মিতুল আহমেদ

বৃষ্টির শব্দ ছোট্ট একটা ঘর, আমি আর আদরের বউ! ভীষণ খুনসুটি দেখবে না কেউ। চোখে চোখে কথা হবে! আদর বিনিময় হবে হাতে, মুখের শব্দ যাবে হারিয়ে! আমি যে বিভোর তোমাতে। ঠোঁটে ঠোঁটে হবে চুম্বন বিনিময়, তোমার চুলের গন্ধে হারাতে চাই, বৃষ্টিতে মিলে গেছে আকাশ মাটি তোমাকে কি কাছে পেতে পারি? নেশা ধরেছে আজ আমার অঙ্গে, এসো করি বৃষ্টি বিলাস এক সঙ্গে! ভীষণ আদরে কাছে টেনে নিয়ে, মেতে উঠি চলো আদিম প্রেমে!
 
অতঃপর কবিতা

No comments:

Post a Comment