তোমাকে চাই - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

তোমাকে চাই

 তোমাকে চাই

                মিতুল আহমেদ


তোমায় দেখেই মনের কোণে,
নতুন জগৎ হলো সৃষ্টি!
বানাবো সেথায় দুজন মিলে,
নয়া জীবনের কৃষ্টি।

তোমার ভাষার আলোক ছটায়
সে জগৎ পাবে, নয়া দৃষ্টি!
তোমার চোখের অবাক দৃশ্য,
সাজাবে মরু পৃষ্ঠ।

তোমার চলার নতুন ছন্দ,
বাঁধবে সেথায় গান!
তোমার হাসির ঝলক দেখে,
আসবে খুশির বান!

মনের যে ছবি টা,
আসলে কি তুমি তাই?
ভালোবাসি আমি!
এই তু্মিটাই চাই।

অতঃপর কবিতা

 

No comments:

Post a Comment