আমার মায়ের মুখের ভাষা
মিতুল আহমেদ
তোমার ভাষায় বলবো আমি মা।
তাই সেদিন রক্ত দিতে হইনি পিঁছু পা।
বাংলা আমার প্রাণের ভাষা, করেছি তা অর্জন।
আসুন সবাই বাংলা ছাড়া করি সবই বর্জন।
ফাগুন আসে নিয়ে খুশি হাজার
তবু আমার মনটা যে হয় ব্যাজার।
ফাল্গুন আমায় শিখিয়েছে ত্যাগ,
ভিতরে আমার রক্ত স্রােত বুকটা চিরে দেখ।
ফাল্গুনে যখনি আসে দিন টা ৮,
হৃদয়ে আমার বাঁধে রক্ত জমাট।
মুখের বুলি রাখবো ধরে,
এই শপথে ঘরটা ছেড়ে,
দিলো তাজা রক্ত ঢেলে,
তবু ভাষার কথাই যাবো বলে।
দিয়েছি প্রাণ বাংলা ভাষার জন্য,
তবু হচ্ছে কেন চর্চা, ভাষার অন্য ?
ভাষা কতো মূল্যবান বাঙ্গালীরা জানি,
তাই মোরা অন্য ভাষাকেও মানি।
ভাষার প্রতি রেখে সম্মান,
করবো সবার এই আহ্বান,
আগামীর জন্য হলেও,
বাংলা ভাষা কে বাঁচান।
No comments:
Post a Comment