সেকাল বৃষ্টি একাল বৃষ্টি
মিতুল আহমেদ
বৃষ্টির দিনে যেমন খুশি ছোট্ট বেলায় মেলে,
ঠিক তেমনি বিরক্তি হয় বয়স বেড়ে গেলে,
ছোট্ট বেলা কতো খেলা,কাঁদামাটি গাঁয়ে,
বয়স হলে ভিজতে ভীষণ যে,ভয় লাগে ৷
ছোট্ট বেলা স্কুল ছুটি বৃষ্টি–যদি হয়,
বয়স কালে বৃষ্টি হলেও অফিসে মাফ নাই ৷
ছোট্ট বেলা কত্তো মজা বৃষ্টি– হলে পরে,
আজও আমার সেই দিনগুলি মনে পড়ে ৷
বৃষ্টি হলেই খিচূড়ি আর–ইলিশ ভাজা
সবাই মিলে লুডু খেলা আর–কতো মজা
এখন বৃষ্টি বিরক্তি কর লাগেনা আর ভালো,
অফিস টাইম বৃষ্টি হলেই–মুখটা যে হয় কালো!
No comments:
Post a Comment