উপন্যাস /একদিন হঠাৎ - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

উপন্যাস /একদিন হঠাৎ

একদিন হঠাৎ

মিতুল আহমেদ

অতঃপর কবিতা

আজ আমাদের প্রনয়। দুজন দুজনাকে নিয়ে দেখা স্বপ্ন গুলোর প্রথম সিঁড়িতে পা রাখলাম আমরা। বাসর ঘরে সবাই ঘিরে রেখেছে নদীকে। আমার তো সুযোগই নেই !
এক দিন আগেও আমরা দুজন দু জায়গাই ছিলাম কিন্তু আজ সমাজ আমাদের সিকৃতি দিল এক সাথে থাকার। যদিও প্রেমের বিয়ে তবুও একটু একটু নারভাজ লাগছে। বুঝতে পারছি না নদীকে নিয়ে দেখা আমার বাসরের স্বপ্নটা ঠিক ঠাক পুরণ হবে তো । আবার চিন্তাও আছে ,বাসর নিয়ে তো আমার একার স্বপ্ন নয় ওরো তো কিছু চাওয়া পাওয়া আছে?? সে গুলোর মূল্য দিতে হবে আমাকে । আমাদের দেশের মেয়েদের আবার বুক ফাটে তো মুখ ফোটে না অবস্থা। তো যাই হোক শেষ পর্যন্ত আমার ঘরে ঢোকার সুযোগ হলো !! ঘরে ঢুাকতেই বোকা বানালো আমাকে । যদিও ওর এমন করাটা আমার পছন্দ নয়, তারপরও আজ আমি কিছু বলব না ভেবেই ও এমন করেছে। আর ওর বাসর ঘরের পাগলামি টা আমাকে মেনে নিতে হবে ।এটাই ওর স্বপ্ন  হয়তো!! এই এতো বছরের সর্ম্পকের মাঝেও  আমাকে ওর কোন স্বপ্নের  কথা বলেনি আজব মেয়ে একটা। আমি জানতে চাইলেই বলে আমি এসব নিয়ে কখনো ভাবিনি। তাই ওর এসব নিয়ে কোন মাথা ব্যাথা আছে বলেও আমার মনে হয় না। তাই নিজের কাজে মনোযোগ দেয়াই ভালো। যাই হোক শুরু হলো বউকে পটানো ময়না টিয়া ইত্যাদি আরকি । এই করতে করতেই তো রাত শেষ হয়ে গেল কিছুই হলো না পর দিন সকালে দেখি বউ অনেক আগেই ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে মিষ্টি গলায় ডাকছে আমাকে । অভিনয়টা দেখে আমিতো ভ্যাবাচেকা খেয়ে গেলাম। এমন ভাব দেখাচ্ছে যে রাতে আমাকে কত আদর করেছে। রাগে দুঃখে আমি ঘুম থেকে উঠে গোসলে গেলাম। গোসল থেকে এসে কত লোকের কত রকম টিপ্পনি শুনতে হলো। তারপর সারাটা দিন এখানে সেখানে ঘুরে কিছু সপিং করে তারপর বিকেলে বাড়ি ফেরা হলো। অবশ্য এই সময়ের মধ্যে ও আমার পরিবারের সকলকে আপন করে নেয়ার চেষ্টায় ব্যস্ত ছিল । সপিং এ কার জন্য কি কিনতে হবে । কাকে কোনটা মানাবে, কার কোনটা পছন্দ হবে!! এই সব অথচ যার জন্য এই পরিবারটা পেল তার ইচ্ছার কোন দাম নেই ওনার কাছে ! সব সময় খেয়াল বড়দের প্রতি ধুর ভালো লাগেনা । মহা ব্যস্ততায় সারা দিন পার করে আমার মনে হচ্ছে এখনই ঘুমাই। আবার আগে আগে ঘুমাতে গেলেও জ্বালা লোকে কি বলবে। যাহোক ঘুমানোর প্রস্তুতি নিয়ে ঘরে ঢুকলাম অমনি আমার বউটা যাপটে ধরে বলে কিনা আমার প্রতি তোমার অনেক অভিযোগ তাই না। ধুর রাখতো তোমার অভিযোগ আমি এখন ঘুমাবো আমাকে ডির্স্টাব করবা না। বলেই ঘুমিয়ে পড়লাম কিন্তু মাঝ রাতে আবার ঘুম ভেঙ্গে গেল তাই বউকে খুজছি দেখি বউ নেই!! তাড়াহুড়ো করে বউকে খোজার জন্য দরজা খুলে দেখি সকাল হয়ে গেছে। ফিরে এসে ঘড়ির দিকে তাকাতেই দেখি ১২:২৯ । আজ তো নদীর সাথে দেখা করার কথা ১২:৩০।তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। সেই প্রিয় জায়গাটার উদ্দেশ্যে ।পৌছাতে আরে ৩০ মিনিট সব মিলিয়ে ১টায় পৌছলাম। এদিকে পুরো ৩০মিনিট লেট কী বলবে মহারানি কে জানে? চুপি চুপি পিছন থেকে তার চুলের গন্ধ নিয়ে একেবার ঘেসে দাঁড়ালাম! ও ঘুরতেই ওর চোখের সামনে একগুচ্ছ লাল গোলাপ ধরলাম। ও ফুলের জন্য আমাকে দেখতে পেল না। আর ফুল গুলো দেখে সব রাগ পানি হয়ে গেল । ফুল গুলো নিয়েই বলে উঠলো..................
নদী : অমমম, অমমম, অমমম (কথা বলার সুযোগ না দিয়ে ওর মুখে আইসক্রিম দিয়ে মুখ বন্ধ করলাম)
আমি : সরি! সরি! সরি!(মাথা হেলিয়ে)
নদী : আইসক্রিম মুখ থেকে বাহির করে । আমি কি বলেছি যে, আমি রাগ করেছি? 
আমি : না তো !
নদী : সরি বলার প্রয়োজন নেই !
আমি : (মনে মনে ভুতের মুখে রাম নাম)কেন কেন?
নদী : রোজ তো আমিই দেরি করে আসি তুমি তো অপেক্ষা করো আজ দেখলাম কেমন লাগে    
     অপেক্ষা করতে!!
আমি : (মনে মনে যাক বাবা এবারের মতো বাঁচা গেল) ও তাই নাকি?
নদী : #তুমি_আমার_জন্য_অপেক্ষা_করবে_তো_?
আমি : দূর পাগলি ! আজ আমার সাথ কী হয়েছে যানো ?
নদী : কি হয়েছে? (আতঙ্কিত হয়ে)
আমি : স্বপ্ন দেখলাম তোমার আমার বিয়ে হয়ে গেছে বুঝলে !!
নদী : কিন্তু কোথায় যেন একটা ভয় জানো !
আমি : ধূর পাগলী কোথাকার এত ভয় পেলে চলে ।
নদী : সারাক্ষণ ভয়ে থাকি হয়তো তোমাকে হরিয়ে ফেলবো ।
আমি : এতো চিন্তা করে শরীর খারাপ করেত হবে না । চলো এখন ।
নদী : কোথায় ?
আমি : বাসা থেকে না খেয়ে এসেছি খাবো চলো ।
নদী : আমার খেতে ভালো লাগছে না ।বাসায় যাবে ।
আমি : সবে তো ৩টা এত তাড়াতাড়ি কেন?
নদী : বাসায় বলিনী তুমি জানো । বেশি দেরী হলে চিন্তা করবে সবাই ।
আমি : চলো পৌছে দেই !!
সেদিন বাইকের পিছনে নদীর মনটা ভারছিল ।কিছু একটা চিন্তা করছিল কিন্তু আমাকে বলেনি! আমি বারবার জানার চেষ্টা করেছি কি হয়েছে? কিছুতেই বললো না।
শুধু বারবার বলেছে #তুমি_আমার_জন্য_অপেক্ষা_করবে_তো_সাগর_?
ওকে বাড়ি পৌছেদিয়ে বাসায় ফিরে আসলাম । আমার মনের মধ্যে একটা চিন্তা বাসা বেঁধেছে নদী আমাকে কী? বুঝাতে চেয়েছে ঐ কথায়!!!!!!!
একদিন হঠাৎ

No comments:

Post a Comment