উপন্যাস / স্মৃতির সন্ধ্যাগুলো (১ম ও ২য় পর্ব) - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

উপন্যাস / স্মৃতির সন্ধ্যাগুলো (১ম ও ২য় পর্ব)

স্মৃতির সন্ধ্যাগুলো

মিতুল আহমেদ

অতঃপর কবিতা

১ম পর্ব

মেয়ে : কেমন আছো এ বেলায়?
ছেলে : আছি মনের মতো !
-:       মানে? ঠিক বুঝলাম না ।
-:       মানে ! যেমনটা বলেছিলাম কোন এক সন্ধ্যায় ।
-:       হেয়ালী রাখোতো ।
-:       আমার এই কথাটা তোমার কাছে হেয়ালী মনে হলো?
-:       অহ্ ! তুমি আজও সুধরোলে না ।
-:       আমি এমনি ! তুমি তো জানোই । ছাড়ো তুমি কেমন আছো সেটা তো বলো?
-:       আছি নিজের মতো । আগে যেমনটা থাকতাম ।

-:       বাহ্ ! তাহলে তো খুবই আনন্দে আছো ।
-:       হুম আনন্দ ! আছি বলতে পারো । তবে আজও যখন সন্ধ্যা নামে তখন বড্ড চেনা  
         একটা ব্যথা রোজ উঁকি দেয় মনের বারান্দায় ।
-:       কেন ভাবো সন্ধ্যাগুলো নিয়ে?
-:       জানি না । কেন সন্ধ্যাগুলো আমাকে ভাবায়?
-:       আচ্ছা ছাড়োতো চল ফুসকা খাই ।
-:       ফুসকা ! আমার আবার ফুসকা খেতে ইচ্ছা হয় নাকি ?
-:       আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমার সাথে আজ ঝগড়া করতে এসেছো ।
-:       হুম তাই । তোমার সাথে ঝগড়া না করলে তো আমাকে সন্ধ্যাগুলো বড্ড জ্বালায় ।
-:       উফ ! ঘুরে ফিরে সেই সন্ধ্যায় কেন ফিরে যাও তুমি? বাদ দাও না । আজকের
         সন্ধ্যাটা অন্তত ভালো কাটায় ।
-:       তোমার সাথে কাটানো সময় গুলো আমার কাছে এমনিতেই ভালো লাগে ।
-:       হা ! হা ! হা ! মজা পেলাম তোমার কথাই ।
-:       জানো তুমি যে সব সময় আমার পেছনে লাগো আমাকে রাগাতে চাও সেটাও আমার           ভালো লাগে কিন্তু এতোদিন বলিনি ।
-:       এতোই যদি আমাকে ভালোলাগে তাহলে আমার সাথে থেকে যাও ।
-:       সত্যি রাখবে তুমি আমায় তোমার কাছে?
-:       ধূর মশকরা করছিলাম, বাদ দাও তো চলো বাড়ি ফিরি ।

শেষ হলো আজকের পথ চলা ।

আমি মুশফিক আর ও হলো ঝিনুক । আমরা ছোট বেলা থেকেই বন্ধু, সেই বাল্য কালের বলতে পারেন । আমরা প্রতিবেশি ছিলাম আছি আর থকতেই হবে । আমরা ছোট বেলা থেকেই স্কুল, কলেজ, খেলাধুলা, খাওয়া, মারামারি, ঝগড়া-এসব কিছু করেই বড় হয়েছি । যদিও ঝিনুক আমার থেকে বয়সে একটু বড় । বন্ধু হলেও ঝিনুক আবার শত্রু হলেও ঝিনুক । আজ দু’জনের মাঝে কতো দূরত্ব ! দেখাই হয় না দু’জনার । আজ দু’জনেই বাড়ি এসেছি তাই একটু ভালো-মন্দ জানতে চাওয়া আর কি ।


২য় পর্ব


বাড়ি ফিরেই আমি আজ ঝিনুক কে নিয়েই ভাবছি ! আমি বার বার জানিয়েছি আমার মনের কথা ওর কাছে । তবু প্রকাশিত ভালোবাসাটাই কেন যেন ওর সামনে গেলেই রাগে পরিনত হয়ে যায় । আমি সব সময় ঝিনুকের সাথে রাগারাগিটাই করি । আবার ওর উপর যদি কেউ রাগ দেখায় কষ্টটা আমিই পাই বেশি । কেন জানি না অন্য কেউ ওর উপর রাগ দেখালে আমার মেজাজ খারাপ হয়ে যায় । তবে কি এটাই ওর প্রতি আমার দুর্বলতা? নাকি এর নামই ভালোবাসা? নাকি ওর প্রতি আমার ঈর্ষা এটা? না না আমি ওকে ভালোইবাসি । কিন্তু এই ভালো লাগা ভালোবাসার কোন ফলাফল নেই কারন ওতো আমাকে ভালোই বাসে না । কিন্তু ওর কথা তে আমার এটা মনে হয় যে ও আমাকে পছন্দ করে । পছন্দ করলেই তো আর ভালোবাসা হয়ে যায় না।
এদিকে ঝিনুকের মনেও চলছে ভাবনার ঝড়। আসলে এরা ছোট বেলা থেকেই একই প্রকৃতির তাই এক জনের চিন্তা অন্যজনের উপর প্রভাব ফেলে ।
ও কি বোঝে না আমি ওকে ভালোবাসি । আর কতো করে বললে ও বুঝবে যে আমি ওকে ভালোবাসি । কতো রকম ভাবে বোঝাবো গাধাটাকে । মাঝে মাঝে ইচ্ছা হয় ওর বুকের উপর দুমদাম করে কিল বসিয়ে দেই । কিছুই বুঝেতে চাই না গাধাটা ।
ছোট বেলা থেকেই উদাস হয়ে থাকে সব সময় । কখনো কোন মেয়ের দিকে তাকাতে দেখলাম না ঠিক মতো । তবে না তাকালেই ভালো । আমি চাই ও শুধুই আমাকে দেখুক । আবার আমার প্রতি ওর কেয়ার করা দেখে মনে হয় যেন ও আমাকে ভালোবাসে । আমার কখন আইসক্রিম খেতে ইচ্ছা হয় সেটা আমার থেকে ও ভালো জানে । আমার কখন ঝালমুড়ি খেতে ইচ্ছা হয় সেটা আমার থেকে ও ভালো জানে । আমার চেহারা দেখে বলেদিতে পারে যে আমার মন খারাপ না ভালো । তবু ওকে বুঝতে পারি না আমি । ওকি আমায়ে নিয়ে ভাবে এমন করে ? তবে এতো কিছুর পরও গাধাটা আমাকে রাগ দেখায় শাসন করে। এটা কি ভালোবাসা নাকি শুধুই বন্ধুত্ব?

দু’জনেই ভাবনার জগতে দিশেহারা হয়ে ঘুমিয়ে পড়লো .................।

চলবে.....................!!!!!

No comments:

Post a Comment